উত্তেজনা বাড়িয়ে আবারও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

0

উত্তেজনা বাড়িয়ে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এবার দেশটি নিজের পূর্ব উপকূলে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

রবিবার সিনপো বন্দরের কাছে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত বুধবার উত্তর কোরিয়া পুলহওয়াসল-৩-৩১ নামে একটি নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, বুধবার সকালের দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এছাড়া কয়েকদিন আগেই ডুবো পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ।

এদিকে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেন, আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে এ বিষয়ে কাজ করছে। উত্তর কোরিয়ার উস্কানিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, ব্লুমবার্গ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here