ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ওষুধ, পানি ও পাম্প চালানোর জন্য জ্বালানি প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। সেখানে বাধা পেয়েছে বেশ কয়েকটি মিশন।
সোমবার হাল নাগাদ তথ্যে এসব কথা জানিয়েছে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক সংস্থা ওসিএইচএ।
ওসিএইচএ জানিয়েছে, জানুয়ারির শুরু থেকে ওয়াদি গাজার উত্তরে পানি ব্যবস্থাপনার জন্য জ্বালানি ও সরবরাহকারী ১৯টি পরিকল্পিত মিশনের মধ্যে শুধু একটিকে অনুমতি দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে পাঁচটি কেন্দ্রীয় ওষুধ বিপণন মিশন, জাবালিয়া স্বাস্থ্য কেন্দ্রে চারটি মিশন, চারটি গুরুত্বপূর্ণ জলাধার এবং পানি ও বর্জ্য পাম্পে আটটি মিশন।
এদিকে, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় ২৪ হাজার ১০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০ হাজার। এছাড়া গাজার বেশির ভাগ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনির ৮৫ শতাংশই আশ্রয় শিবিরে রাত কাটাচ্ছে। সূত্র: আল জাজিরা