সম্প্রতি উত্তর কোরিয়ার একদল উচ্চ দক্ষতাসম্পন্ন হ্যাকার গোপনে রাশিয়ার একটি শীর্ষ ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছে। আন্তর্জাতিক নিরাপত্তা গবেষকরা বলছেন, অন্তত পাঁচ মাস ধরে এ মিশন চালিয়েছে হ্যাকাররা। খবর রয়টার্সের।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, কিম জং উন প্রশাসনের সঙ্গে জড়িত দুটি হ্যাকার দল মস্কোর কাছাকাছি ছোট্ট শহর রিউকোভে অবস্থিত রকেট ডিজাইন ব্যুরো ‘এনপিও ম্যাশিনোসস্ট্রোয়েনিয়া’র সিস্টেম হ্যাক করেছে। নিরাপত্তা গবেষকদের বিশ্লেষণ ও রয়টার্সের পর্যালোচনায় এর স্বপক্ষে কিছু প্রাযুক্তিক তথ্য-প্রমাণও মিলেছে। এসব তথ্য-প্রমাণ অনুযায়ী, হ্যাকিংয়ের এ মিশন শুরু হয় ২০২১ সালের শেষ দিকে ও তা চলেছে ২০২২ সালের মে মাস পর্যন্ত।