উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক (লঞ্চার) ইউক্রেনে চালানো সাম্প্রতিক হামলায় ব্যবহার করছে রুশবাহিনী। হোয়াইট হাউসের পক্ষ থেকে বৃহস্পতিবার এমন দাবি করা হয়।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেন বিভিন্ন পশ্চিমা দেশ থেকে আসা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।