উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে গেছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় নাকাল হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষ। বিশেষ করে খেটে-খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের মানুষ ও নদী তীরবর্তী এলাকার হতদরিদ্র পরিবারগুলো বাড়তি দুর্ভোগে পড়েছে। সড়কে দুর্ঘটনা এড়াতে দূরপাল্লা ও স্বল্পপাল্লার যানবাহন হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ—এ তথ্য নিশ্চিত করেছে রাজারহাট আবহাওয়া অফিস।
এ অবস্থায় শীতজয় করে জীবিকার তাগিদে মাঠে-ঘাটে বের হতে বাধ্য হচ্ছেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, কৃষিশ্রমিকসহ নানা পেশার মানুষ।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, দিন দিন শীত আরও বাড়ছে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও ঘন কুয়াশা মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

