বগুড়ায় দুই দিনব্যাপী বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায় ১৪ কোটি টাকার গরু বিক্রি হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা খামারিরা মেলা থেকে পছন্দমত গরু ক্রয় করেছেন। এ মেলার মাধ্যমে সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি খামারিরা লাভবান হয়েছেন।
বগুড়া ভান্ডার এ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব জানান, ২১৬টি স্টলে সারে চার শতাধিক গরু মেলায় প্রদর্শনী ও বিক্রির জন্য আনা হয়েছিল। গত শুক্রবার ও শনিবার মেলার দুই দিনে খামারিরা মোট ১৪ কোটি টাকার গরু বিক্রি করেছেন। এটা এ মেলার সবচেয়ে বড় সাফল্য। আমরা আশাবাদী আগামীতেও এমন মেলার আয়োজন করা হবে। শনিবার সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসেন আরা বেগম জানান, গরু ব্যবসায়ীরা প্রতি বছরই যদি টিএমএসএস বিনোদন পার্কে গরুর মেলার আয়োজন করতে চান তাহলে টিএমএসএস এর পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।