উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে: বেলগোরোদ গভর্নর

0

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর জানিয়েছেন বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহীর মৃত্যু হয়েছে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে গভর্নর  ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, বেলগোরোদ অঞ্চলে বিধ্বস্ত হওয়া সামরিক পরিবহন বিমানের সব আরোহী নিহত হয়েছেন। তিনি জানিয়েছেন, উড়োজাহাজটি একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত স্থানটি এখন ঘিরে রাখা হয়েছে।

এর আগে  ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে দেশটির একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর ৬৫ সদস্য, ৬ জন ক্রু এবং যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত ৩ ব্যক্তি ছিলেন।

 মস্কোর ভাষ্যমতে, এই ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের বন্দীবিনিময়ের জন্য নেওয়া হচ্ছিল। পেছনে আরেকটি উড়োজাহাজে ৮০ জন ইউক্রেনীয় বন্দী ছিলেন। ওই ঘটনার পর দ্বিতীয় উড়োজাহাজটিকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেন বলছে, ওই উড়োজাহাজে তাদের বন্দীরা ছিল কিনা তা তারা যাচাই করে দেখছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here