বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারেনায় আজ শনিবার চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছে কিংসরা।
জোড়া গোল করেছেন দরিয়েলতন গোমেজ। কিংসের হয়ে বাকি দুটি গোল করেছেন রাকিব হোসেন ও রবসন রোবিনহো।
খেলা শুরুর দুই মিনিটের মাথায় গোল করে কিংসকে এগিয়ে নেন দরিয়েলতন গোমেজ। এবারের মৌসুমে এটিই ছিল দ্রুততম গোল। এরপর চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারেনি চট্টগ্রাম আবাহনী।
২৮তম মিনিটে রাকিব হোসেনের গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধে খানিকটা চেষ্টা করলেও চট্টগ্রাম আবাহনীর আর ঘুরে দাঁড়ানো হয়নি। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংসরা।
ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয় রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। পুলিশের কাছে ২-০ গোলে হারের পর আজ কিংসের কাছেও বড় ব্যবধানে হারল চট্টগ্রাম আবাহনী।