দেশউজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুBy AmarNews.com.bd - February 21, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌরাঙ্গ হালদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওই উপজেলার কারফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ওসি মো. জাফর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।