উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

0

উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে করে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরগুলোর কিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫২. ১৫ মিটার ধরা হলেও বৃহস্পতিবার সকাল ৬টায় সেখানে পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৩৪ মিটার। কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদী চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে, নুনখাওয়া পয়েন্টে ৭০ সেন্টিমিটার, ধরলা নদী কুড়িগ্রাম পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, ঘাঘট নদী গাইবান্ধা পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৩৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here