উজানের ঢলে কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ

0

টানা বৃষ্টিতে ভাঙছে পাহাড়। আছড়ে পড়ছে পাহাড়ের মাটি। তবুও শঙ্কার কালো ছায়া নেই কারো চোখে-মুখে। ঝুঁকি যেনেও কেউ ছাড়ছে না পাহাড়। এভাবে কঠিন জীবনযাপন করছে পাহাড়ের মানুষ। আশ্রয় কেন্দ্র খোলা থাকলেও যেতে নারাজ পাহাড়বাসী। এতে চরম বিপাকে প্রশাসন। নানা সতর্কতায় টনক নড়ছে না কারো।

অন্যদিকে সীমান্ত দিয়ে নামছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। পাহাড়ি ঢলে কিছুটা উত্তাল হ্রদ। তাই জননিরাপত্তায় রাঙামাটি কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে পাহাড়বাসীকে নিরাপদ স্থানে নিতে মাঠে নেমেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাহাড়ে পাহাড়ে করা হচ্ছে মাইকিং। ঘরে ঘরে গিয়ে করা হচ্ছে সতর্ক। রাঙামাটি জেলা ও উপজেলা মিলে প্রায় ২৫ হাজার মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করে। তাদের নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসন ও পৌরসভা সতর্ক বার্তা জারি রেখেছে।।

রাঙামাটি আবহাওয়া অফিস বলছে, অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর কয়েকদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here