উজবেকিস্তানকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচালো বাংলাদেশ

0

গ্রুপের তলানির দল উজবেকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয়ই পেল বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকির পুল পর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিল মামুনুর রশীদের দল।

ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার (২৬ মে) পুল ‘বি’তে নিজেদের তৃতীয় ম্যাচে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেন আমিরুল ইসলাম। একবার করে জালের দেখা পান আবেদ উদ্দিন। এই জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ মে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটিতে জিততে পারলেই সেমিতে ওঠা নিশ্চিত হবে বাংলাদেশের।

এ নিয়ে টানা তিন ম্যাচ হারল উজবেকিস্তান। মালয়েশিয়ার কাছে ৮-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তারা হেরেছিল ৬-১ গোলে।

প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার (পিসি) থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে পিসি থেকেই ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই নিখুঁত হিটে ঠিকানা খুঁজে নিয়ে ব্যবধান আরও বাড়ান আবেদ। চতুর্থ ও শেষ কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে ফোজিলবেক হোসানভের ফিল্ড গোল ব্যবধান কমায় উজবেকিস্তান।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার পয়েন্ট ৬, তবে তারা বাংলাদেশের চেয়ে ম্যাচ কম খেলেছে একটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here