উচ্চস্বরে মিউজিক : রুমমেটের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

0

উচ্চস্বরে গান বাজানোর বিরোধে ১৬ বছরের এক রুমমেট কর্তৃক ২৪ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলা হয়েছে। পুলিশ জানায়, নিউইয়র্ক সিটির কুইন্সের করোনায় ৩৫ এভিনিউ এবং ১০২ স্ট্রিটে ২৬ জানুয়ারি রবিবার ভোর ৬টার দিকে বাইরন লিমা নাউলা (২৪) ছুরিকাঘাতে আহত হন। অ্যাম্বুলেন্সে তাকে দ্রুত নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর ঘাতক হিসেবে ওই তরুণকে পুলিশ গ্রেফতার করে। বয়সের কারণে তার নাম প্রকাশ করেনি তদন্ত কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ছুরিটিও পুলিশ উদ্ধার করেছে। 

নিকট প্রতিবেশীরা জানান, ওই বাসায় মাঝেমধ্যেই বারবিকিউ পার্টি হয়। সেখানে তরুণ-তরুণী ছাড়াও বয়স্করা অংশ নিয়ে থাকেন। কিন্তু এমন নৃশংসতা আগে ঘটেনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here