মার্কিন যুক্তরাষ্ট্রের করপোরেট খাতে দেউলিয়াত্বের সংখ্যা ১০ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। উচ্চসুদহার ও মূল্যস্ফীতির কারণে ব্যবসা ধুঁকতে থাকায় সরকারের কাছে দেউলিয়াত্ব সুরক্ষার আবেদন করেছে রেকর্ড সংখ্যক কোম্পানি।
ভোক্তাদের মধ্যে বিদ্যমান অস্থিতিশীলতা অন্য খাতের তুলনায় এ খাতকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এমনটাই দাবি করা হয়েছে এসঅ্যান্ডপির সাম্প্রতিক এক প্রতিবেদনে।
২০২৩ সালে ১০০ কোটি ডলারের বেশি দেনা নিয়ে দেউলিয়া আবেদন করা বৃহৎ প্রতিষ্ঠানগুলো হল হুইটেকার, ক্লার্ক অ্যান্ড ড্যানিয়েল, বেডবাথ অ্যান্ড বিয়ন্ড, এলটিএল ম্যানেজমেন্ট, এসভিবি ফাইন্যান্সিয়াল গ্রুপ, ডায়মন্ড স্পোর্টস গ্রুপ, অভায়া, সেরতা সাইমনস বেডিং ও পার্টি সিটি।
তালিকার সর্বশেষ ভুক্তভোগী প্রতিষ্ঠান হুইটেকার, ক্লার্ক অ্যান্ড ড্যানিয়েলস ইনকরপোরেশন। সূত্র: রয়টার্স