উগান্ডায় একটি প্রধান মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ ক’জন। স্থানীয় সময় বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
এক্সে একটি বিবৃতি দিয়ে দেশটির পুলিশ জানায়, মধ্যরাতের ঠিক পরে কাম্পালা-গুলু মহাসড়কে দুটি বাস ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪৬ জন প্রাণ হারায় এবং আরও বেশ ক’জন আহত হয়।
যদিও দেশটির পুলিশ আগে জানিয়েছিল, এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন হয়েছে। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি