উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ দুষ্কৃতকারী গ্রেফতার

0

কক্সবাজার উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫, এপিবিএন ৮ ও ১৬ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৯ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন অ্যান্ড গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-উখিয়া বালুখালী ৮ নম্বর ক্যাম্পের ব্লক-বি/৪৭, ইস্টের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (২৭), একই ক্যাম্পের ব্লক-বি/৪৮ এর বাসিন্দা আমির আলীর ছেলে মোহাম্মদ রহিম (২২), ১০ নম্বর ক্যাম্পের ব্লক-এইচ/৪৫ এর বাসিন্দা শাবত আলীর ছেলে জিয়াবুল (৩১), একই ক্যাম্পের ব্লক-এফ/১০ এর বাসিন্দা শামছুল আলমের ছেলে ওমর ফয়সাল (২৭), একই ক্যাম্পের ব্লক-এফ/৩৩ এর বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩৮), একই ক্যাম্পের ব্লক-এফ/৩৩ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে হাফিজ আহমেদ (২৯), একই ক্যাম্পের ব্লক-এ/২৬ এর বাসিন্দা মৃত আবুল কাদেরের ছেলে মো. জুবায়ের (২৬), একই ক্যাম্পের ব্লক-এ/২৬ এর বাসিন্দা মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. রফিক ছালাম (৩১) এবং একই ক্যাম্পের ব্লক-এ/২৬ এর বাসিন্দা মৃত সিদ্দিকের ছেলে মোহাম্মদ আয়াছ (৩৬) বলে জানা যায়।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার রোহিঙ্গা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here