কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উখিয়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মাঝি করিম উল্লাহ ২০ নম্বর ক্যাম্পের এম ব্লকের মৃত গনু মিয়ার পুত্র এবং ২৭ নম্বর ব্লকের সাবেক মাঝি (রোহিঙ্গা কমিউনিটি লিডার)।
ওসি আরও জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে।