কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ইয়াবাসহ মোঃ ওসমান (৩১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতাকৃত ব্যক্তি হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নলবনিয়া এলাকার সুলতান আহাম্মেদের ছেলে মোঃ ওসমান (৩১)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী জানায়, সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সহিত জড়িত এবং বিভিন্ন কৌশলে বিদেশী অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে বিক্রয় করে থাকে।