কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দিল মোহাম্মদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় উখিয়া ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিহতের এই ঘটনা ঘটে। নিহত দিল মোহাম্মদ (২৮) জামতলী ক্যাম্পের ই ব্লকের আবুল হাশিমের পুত্র।
পুলিশের ওসি আরও জানান, ঘটনার পরপরই জামতলী ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে জানিয়েছেন তিনি।