কক্সবাজারে উখিয়ার পালংখালীতে মো. আরাফাত (১৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
নিহত মো. আরাফাত পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া এলাকার হাজি জালাল আহমেদের ছেলে।
নিহত আরাফাতের বড় ভাই মাস্টার জয়নাল আবেদীন জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজ করে ফেরার পথে মো. আরফাতকে অপহরণ করে নিয়ে যায় পুটিবনিয়া এলাকার আব্দুল হাফিজের পুত্র শাহাবুদ্দিন, আব্দুল খালেকের পুত্র বশর প্রকাশ আব্বু, বদি আলমের পুত্র জাহিদ আলমের নেতৃত্বে একদল লোক। পরে তাকে বেধড়ক পেটানো হয়। পরে তাকে স্থানীয় তাজমান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি অভিযোগ করেন, ২০১২ সালে তাদের আরেক ভাইকে জসিম উদ্দিনকে হত্যা করা হয়েছিল। ওই হত্যা মামলাটির বিচার কার্যক্রম চলছে। এই মামলার জের ধরে আসামিদের লেলিয়ে দেয়া লোকজন মসজিদ থেকে ব্যাটারি চুরির অভিযোগ তুলে মোহাম্মদ আরফাতের বিরুদ্ধে। এই জন্য কিছুদিন আগে সালিশ বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা নিয়েছে। সেই চুরির ঘটনা টেনে এবার পরিকল্পিতভাবে আরফাতে পিটিয়ে হত্যা করেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন পিটিয়ে হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।