উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতির মৃত্যু

0
উখিয়ায় বৈদ্যুতিক ফাঁদে বন্যহাতির মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় আবারও বন্য হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে রাজাপালং ইউনিয়নের পশ্চিম খয়রাতি রহমানিয়া পাড়া বিলের ভেতর পড়ে থাকা একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনিসহ বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

স্থানীয়রা জানান, লোকালয়ের সীমান্তবর্তী এলাকায় হাতির চলাচল বাড়ায় ফসল নষ্ট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক কৃষক ঝুঁকিপূর্ণ পদ্ধতির আশ্রয় নিচ্ছেন। তবে পরিবেশবিদরা বলছেন, এ ধরনের কারেন্টযুক্ত ফাঁদ শুধু হাতি নয়, পুরো জীববৈচিত্র্যের জন্যই মারাত্মক হুমকি।

এ বিষয়ে দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন, এলাকার লোকজনকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু হাতি লোকালয়ে এসে ফসল নষ্ট করায় কিছু কৃষক ফসলি জমির চারপাশে কারেন্টসংযুক্ত জাল দিয়ে ঘিরে রাখছে। এই জালের শটেই মূলত হাতির মৃত্যু ঘটছে।
পল্লী চিকিৎসক মো. ইউনুস বলেন, ধান, কলাগাছসহ বিভিন্ন ফসল রক্ষার্থে অনেকেই কারেন্টের সংযোগ দিয়ে চারদিকে জাল পেতে রাখে। এসব জালের শটেই হাতির মৃত্যু ঘটছে। বন বিভাগ মৃত হাতির ময়না তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here