উখিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

0

কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে যাত্রীবাহী সেন্টমার্টিন হেরিটেজ বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) এর কোটবাজার ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ব্যক্তি উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার মৃত কবির আহমদের ছেলে ফরিদ আহমেদ ওরফে প্রকাশ ফরিদ মিস্ত্রি।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কোটবাজার স্টেশন মোড়ে গাড়িটিকে আটকে রেখে ভাঙচুর করলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পথচারীকে চাপা দেওয়া গাড়িটা আটক করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here