উখিয়ায় পাহাড়ি ঝিরি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

0

কক্সবাজারের উখিয়ায় মনখালি পাহাড়ি ঝিরি থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালির জুমপাড়া বালুপাহাড়ের ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মনখালী এলাকার আব্দুর রহমান জানান, জুমার নামাজের পর জুমপাড়ার বালুপাহাড় এলাকায় গরু আনতে গিয়ে এলাকার কিছু শিশু একটি মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী খবর পেয়ে উখিয়া থানা পুলিশকে খবর দেয়। 

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার জানান, মানখালি পাহাড়ি এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৬-৭ দিন আগের। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here