উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেফতার

0

কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী রহমতুল্লাহ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর একটি টিম। বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালী এলাকায় অভিযান চালিয়ে এই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। 

র্যাব ১৫ এর মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানান। 

র্যাব জানায় গ্রেফতারকৃত রহমতুল্লাহ আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গা শরণার্থী শিবিরের সাধারণ নাগরিকদের অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে। একই সাথে অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। এছাড়াও সে দীর্ঘ দিন আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সু-কৌশলে পাহাড়ী এলাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করে তার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here