উখিয়ায় অস্ত্রসহ আরসার ৩ কমান্ডার গ্রেফতার

0

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার তিন বিভাগের কমান্ডারকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিনজন হলো আরসার ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার মৌলভী হামিদ হোসেন প্রকাশ ডাক্তার হামিদ, অর্থ সমন্বয়ক আবু তৈয়ব প্রকাশ সোনা মিয়া প্রকাশ সোনালী এবং আরসার ইন্টেলিজেন্স সেলের কমান্ডার ওসমান গনি। 

আজ সোমবার দুপুরে র‍্যাব ১৫ এর কক্সবাজারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‍্যাব ১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। 

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, র‍্যাব ১৫ জানতে পারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার বেশ কয়েকজন কমান্ডার অবস্থান করছে। এরই সূত্র ধরে র‍্যাব ১৫ এর বেশ কয়েকটি টিম গতকাল রবিবার মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ১৭ ও ৪ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরসার তিন বিভাগীয় কমান্ডারকে গ্রেফতার করে। তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। গ্রেফতারকৃত তিনজন হলো আরসার ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার মৌলভী হামিদ হোসেন প্রকাশ ডাক্তার হামিদ, অর্থ সমন্বয়ক আবু তৈয়ব প্রকাশ সোনা মিয়া প্রকাশ সোনালী এবং আরসার ইন্টেলিজেন্স সেলের কমান্ডার ওসমান গনি।
গ্রেফতার এই তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্পে আরসার বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে রোহিঙ্গা খুন অপহরণ নাশকতা দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা থেকে অর্থ সংগ্রহ প্রতিবেশি দেশে গোয়েন্দা তথ্য পাচারসহ অনেক চাঞ্চল্যকর তথ্য র‍্যাবের কাছে স্বীকার করেছে বলে ব্রিফিংয়ে তিনি জানান। 

সংবাদ সম্মেলনে র‍্যাব অধিনায়ক জানান র‍্যাব আরেকটি টিম গতকাল রবিবার রাতে বান্দরবান থানচি সড়কে তিন কেজি ২শ গ্রাম আফিমসহ অনারমা ত্রিপুরা নামে এক মাদক কারবারিকে আটক করে। 

এ ছাড়া আজ আজ সোমবার ভোরে কক্সবাজার সদরের কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র গুলিসহ ডাকাতদলের ৬ সদস্যকে আটক করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here