বৃষ্টির কারণে ওয়েলিংটন টেস্টের প্রথমদিন মাত্র ৪৮ ওভার খেলা হয়েছিল। তাতে ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ২৬ ও হেনরি নিকোলস ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।
আজ শনিবার দু’জনেই তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। তাদের জোড়া ডাবল সেঞ্চুরিতে দ্বিতীয় দিনটি দারুণভাবে রাঙিয়েছে কিউইরা। ১২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮০ রান তুলে ইনিংস ঘোষণা দেয় তারা।