বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ী হওয়ার পর এবার একদিনের আন্তর্জাতিক সিরিজ ২-১ ব্যবধানে দখল করে নিয়েছে ভারত।
মঙ্গলবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভারতীয় দল এই ম্যাচটি ২০০ রানের বিশাল ব্যবধানে জিতেছে এবং ওডিআই সিরিজটি দখল করেছে।
তিনি উইন্ডিজ বোর্ডের কাছে কিছু বিষয়ে অভিযোগও করেছেন। ম্যাচ পরবর্তী উপস্থাপনায় হার্ডিক তুলে ধরেন এই সফরে ভারতীয় দল কীভাবে সমস্যার সম্মুখীন হয়েছে এবং এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এ বিষয়ে কিছু করা উচিত।
তৃতীয় ওয়ানডে খেলার পর হার্ডিক পান্ডিয়া বলেন, “এখনও পর্যন্ত আমরা যেসব মাঠে খেলেছি তার মধ্যে এটি অন্যতম সেরা। পরের বার যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে আসব, তখন পরিস্থিতির উন্নতি হতে পারে। গত বছরও কিছু সমস্যা ছিল, আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এটা নিয়ে ভাবার সময় এসেছে। পরের বার যখন কোনও দল আসবে তখন সেটা দেখভাল করবে। আমরা বিলাসিতা চাই না, তবে কিছু মৌলিক জিনিসের উপর যত্ন নেওয়া উচিত। এছাড়াও যদি সেটা হয় তাহলে এখানে এসে ক্রিকেট খেলতেও ভালো লাগবে।”
এর আগে, ভারতীয় ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গেও বিরক্তি প্রকাশ করেছিলেন, যখন ত্রিনিদাদ থেকে বার্বাডোজে তাদের ফ্লাইট গভীর রাতে ছিল এবং এটি প্রায় চার ঘণ্টা বিলম্বিত হয়েছিল। সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেটারদের এভাবে বেশ ঝামেলায় পড়তে হয়েছিল। কারণ তারা পর্যাপ্ত ঘুমাতে পারেননি। তৃ
তীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৫১ রান করেছিল, জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল মাত্র ১৫১ রানে গুটিয়ে যায়। এভাবে ২০০ রানে ম্যাচ জেতে ভারত। আর এই ম্যাচ জিতে সিরিজও পকেটে তোলে টিম ইন্ডিয়া। ম্যাচ সেরা নির্বাচিত হন শুভমান গিল এবং সিরিজ সেরা নির্বাচিত হন ইশান কিষান। এবার ৩ আগস্ট থেকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস