আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারীদের ১০১ রানে অলআউট করে টাইগাররা ১০ উইকেটের জয় পেয়েছেন। তবে প্রতিপক্ষকে এত অল্প রানে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। তিনি একাই পেয়েছেন পাঁচ উইকেট।
কিন্তু এত উইকেট পাওয়ার পর সেভাবে উদযাপন করলেন না তিনি, যতটুকু করেছেন সেটাও একেবারই স্বাভাবিক।
পরে একটু জোরাজুরির পর ব্যাখ্যা দিলেন, ‘ব্যাটসম্যানকে আউট করার পর উদযাপন করলে ওর মন খারাপ হবে আরও, এই ভেবেই করি না।’
উদযাপন না করলেও বাংলাদেশের স্মরণীয় এক জয়ের নায়ক ২৩ বছর বয়সী এ পেসারই। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, স্বীকৃত ক্রিকেটেই প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন তিনি।
হাসান মাহমুদ বলেন, প্রথমত বলবো এটা আমার প্রথম পাঁচ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরোয়াতেও পাঁচ উইকেট পাওয়া হয়নি। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের যে পেস বোলাররা আছে, তারা গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছি। আমাদের অ্যালান ডোনাল্ড আছেন, তার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে সবার। চেষ্টা করছি নিজেদের উন্নতি করার।