তৃতীয় দিনের কেবল পঞ্চম ওভারের খেলা চলছিল। জাসপ্রিত বুমরাহকে রিভার্স র্যাম্প শট খেলার চেষ্টায় ব্যাট-বলে ঠিকমতো করতে পারলেন না জো রুট। দ্বিতীয় স্লিপে বল মুঠোয় জমালেন জস্বয়ি জয়সওয়াল। দলের সেরা ব্যাটসম্যানের এভাবে উইকেট বিলিয়ে আসা একদমই পছন্দ হয়নি মাইকেল ভনের। ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মতে, এর চেয়ে অনেক ভালো ব্যাটসম্যান রুট।
ভারতের বিপক্ষে রাজকোট টেস্টের তৃতীয় দিন শনিবার ৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা রুট ড্রেসিং রুমে ফেরেন মাত্র ১৮ রানে। শুধু এই ম্যাচেই নয়, চলতি ভারত সফরে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। এখন পর্যন্ত খেলা পাঁচ ইনিংসের একটিতেও ছুঁতে পারেননি ৩০ রান। চলতি সিরিজের আগে ভারতে রুটের রেকর্ড ছিল দারুণ। ১০ ম্যাচের ২০ ইনিংসে দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে করেছিলেন ৯৫২ রান। সর্বোচ্চ ২১৮, গড় ছিল ৫০.১০। কিন্তু এবার তিনি এখন পর্যন্ত রান করেছেন মোটে ৭০!
রুটের এমন ব্যাটিং কিংবা শট নির্বাচন অনেকের কাছেই ইতিবাচক মনে হচ্ছে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যান যেমন এক্সে বাজবল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি রুটের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান, “বাজবল দুর্দান্ত- ভালো ও খারাপ, কখনও কখনো কুৎসিত। কিন্তু সাধারণত চমকপ্রদ এবং সবসময়ই দেখার জন্য রোমাঞ্চকর।”
মর্গ্যানের সঙ্গে একমত হতে পারেননি ভন। সেই পোস্টেই রুটের প্রতি ও ইংল্যান্ডের খেলার ধরন নিয়ে সমালোচনা করেন তিনি। ভন জানান, “একদম বাজে কথা পিয়ার্স…অধিনায়ক তো বাজবল ব্যাটিং করেনি। সে পরিস্থিতি অনুযায়ী খেলেছে। এমন একটি গুরুত্বপূর্ণ দিনের প্রথম ২০ মিনিটে ১০ জনের ভারতকে উইকেট উপহার দিয়ে আসার চেয়ে অনেক বেশি ভালো ব্যাটসম্যান জো (রুট)। খেলাধুলার মূল বিষয় হলো সঠিক সময়ে ধরনে বদল আনা…।”
রাজকোটে দ্বিতীয় সেশনের শুরুতে ব্যাটিং ধসে ৩১৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ২০ রানে শেষ ৫ উইকেট হারায় তারা। দারুণ একটি দিন কাটানো ভারত এগিয়ে এখন ৩২২ রানে। জয়সওয়ালের সেঞ্চুরিতে ২ উইকেট ১৯৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে তারা।