পাবনার ঈশ্বরদী উপজেলার উমিরপুর এলাকা থেকে বাদশা হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রেললাইনের পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাদশা ইপিজেড এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। তিনি ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) সড়কে একটি মুদিদোকান চালাতেন।
নিহতের পরিবার অভিযোগ করেছে, সম্প্রতি মোবাইল ফোনে বাদশার কাছে একটি সন্ত্রাসী চক্র বড় অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে হত্যা করে এবং ঘটনাটিকে আত্মহত্যা বা দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে লাশ রেললাইনের পাশে ফেলে রেখে যায়।
বাদশার ছেলে মো. মিঠুন হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কাদেরের মোড় থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তার বাবাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবার তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করে এবং পরে পুলিশ বাদশার মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া জানান, বাদশা মুদিদোকানের পাশাপাশি জমি কেনাবেচার ব্যবসাও করতেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।