পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে লামিয়া আকতার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই’২৩) দুপুরে এ ঘটনা ঘটে। লামিয়া গোকুলনগর গ্রামের আবু বক্কারের মেয়ে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে পরিবারের সবার অগোচরে খেলতে খেলতে পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। লামিয়ার অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।