ঈশান কিষানের বিতর্কিত আউটে ফিক্সিংয়ের গন্ধ

0

আবারও ফিক্সিংয়ের গন্ধ আইপিএলে। বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে ঈশান কিষানের আউট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ম্যাচের তৃতীয় ওভারে দীপক চাহারের বলে কিপারের হাতে ক্যাচ উঠলেও কোনও আপিল করেননি মুম্বাইয়ের ফিল্ডাররা। তবুও আম্পায়ার ঈশানকে আউট দেন — যা নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ফিল্ড আম্পায়ার দীপক চাহারের দিকে একাধিকবার তাকিয়ে কোনও আপিল ছাড়াই আউটের সিদ্ধান্ত দেন। পরে মুম্বাইয়ের খেলোয়াড়রা হালকা আপিল করলেও আম্পায়ারের সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকে। 

আরও বিস্ময়ের বিষয়, ব্যাটে বল না লাগলেও ঈশান কিষান রিভিউ নেননি এবং সরাসরি মাঠ ছেড়ে চলে যান। ম্যাচ শেষে টিভি রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটেই লাগেনি।

এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেক নেটিজেন এই আউটকে ‘পূর্ব পরিকল্পিত’ বলে মন্তব্য করেন এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন। 

প্রশ্ন উঠছে, আপিল না হওয়া সত্ত্বেও আম্পায়ার কেন আউট দিলেন? ঈশান কিষান বুঝতে পারলেন না যে বল ব্যাটে লাগেনি? রিভিউ না নেওয়ার কারণ কি?

মুম্বাইয়ের প্রাক্তন ক্রিকেটার ঈশানের এমন আচরণে অবাক অনেকে। বিশেষ করে যেহেতু তিনি মুম্বাই ইন্ডিয়ান্স থেকেই ক্যারিয়ার শুরু করেছিলেন এবং এবার তাদের বিরুদ্ধেই খেলছিলেন।

বিসিসিআই কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here