দেশঈদ উপহার দিলেন জয়পুরহাট পৌর মেয়রBy AmarNews.com.bd - April 19, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL জয়পুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ঈদ উপহার বিতরণ করেছেন। বুধবার (১৯ এপ্রিল) জয়পুরহাটের পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তিনি নিজে পাঁচ হাজার মানুষের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।