ঈদ উদযাপিত হচ্ছে শরীয়তপুরের ২০ গ্রামে

0

শরীয়তপুরের ২০টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ আজ বুধবার ঈদ উদযাপন করছেন। সুরেশ্বরী দরবার শরীফের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করে আসছেন। প্রতি বছরের মতো এ বছরও অগ্রিম ঈদ পালন করছেন তারা।

জানা যায়, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে। সুরেশ্বরী দরবার শরীফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই রোজা ও ঈদ পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here