যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেছেন, এবারের ঈদ যাত্রায় মোটরসাইকেলে ঢাকা ছাড়বে ১২ লাখ মানুষ। এর মধ্যে ৩০ শতাংশ ব্যক্তিগত মোটরসাইকেল ও ৭০ শতাংশ রাইডশেয়ারিং করবে।
শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে এসব কথা বলেন তিনি।
বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে দাবি করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
তিনি বলেন, বাড়তি ভাড়া বন্ধে সরকার ভিজিলেন্স টিম করেছে। কিন্তু ভিজিলেন্স টিম অফিসে বসে থাকে। তারা মনিটরিং করে না। অনেক যাত্রী অল্প দূরত্বে গেলেও বেশি ভাড়া আদায় হচ্ছে। কোনো যাত্রী হয়তো টাঈাইল যাবে অথচ বাসটির গন্তব্য বগুড়া হলে বগুড়া পর্যন্ত ভাড়া আদায় হচ্ছে।