একমাস সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদের আনন্দে রঙ ছড়াতে প্রতিযোগিতায় মেতে ওঠেন ফ্যাশন সচেতনরা।
আর সেই রঙে ভিন্নতা এনে আকর্ষণীয় সব পোশাকে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরাবরই ভিন্নতা আনে ইজি।
সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন ডিজাইনের শার্ট, টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি।
এ প্রসঙ্গে ইজির স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য। ঢাকা ছাড়া ও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।’