ঈদে ‘বউয়ের বিয়ে’

0

বউয়ের বিয়ে, বিষয়টি সত্যিই বিস্ময়কর! সাধারণত এমন ঘটনা ঘটে না—যে একজনের বউ, তার আবার আরেকটি বিয়ে হয়, কীভাবে সম্ভব? কিংবা কোনও স্বামী কি তার বউকে অন্য একজনের বিয়ে দেওয়ার কথা ভাবতে পারে?

এই প্রশ্নগুলোর জবাব মিলবে ঈদে ছোট পর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী অভিনীত ‘বউয়ের বিয়ে’ নামের বিশেষ নাটকে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, আর চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। নাটকের শুটিং শেষ হয়েছে কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে, বর্তমানে নাটকটি সম্পাদনার টেবিলে রয়েছে।

নাটকটির গল্পে তুলে ধরা হবে মফস্বল শহরের দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন এবং প্রেমের জটিলতা। 

নাটকের পরিচালক রুবেল হাসান বলেন, “আমরা ঈদের নাটক হিসেবে মজার একটি প্লট বেছে নিয়েছি, যা খাঁটি রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা। নাটকে দুই বাড়ির গল্প উঠে আসবে, যেখানে হেনা ও নাজিম একে অপরের প্রেমে পড়েন এবং গোপনে বিয়েও করেন। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা, যা দর্শকদের জন্য হাস্যরসাত্মক ও আকর্ষণীয় হবে।”

হেনা চরিত্রে তটিনী, আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদের সময় সিএমভির ব্যানারে অন্তত ২০টি বিশেষ নাটক মুক্তি পাবে, যা চাঁদরাত থেকে ক্রমশ সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here