ভারতের অন্যতম দুই মেগাস্টার সালমান খান ও আমির খান এবার একসঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিনের বন্ধু আমিরের সঙ্গে ঈদের ছবি শেয়ার করলেন বলিউডের ভাইজান সালমান। ইদানীং বলিউড সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। কিন্তু দেখা মেলে না আমির খানের। শাহরুখ কিংবা সালমান কারো সঙ্গেই ধরা দেন না আমির। ঈদের দিন যেন তার ব্যতিক্রম ঘটল! সালমানের সঙ্গে ঈদ করলেন আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা দিয়ে জানিয়েছেন সালমান নিজেই।
ঈদে আমিরের সঙ্গে নিজের ছবিটি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সালমান। আমির নীল রঙের টি-শার্ট পরেছিলেন। ছবিতে গোঁফ ও চশমায় দেখা গেছে আমিরকে। সালমান পরেছিলেন কালো শার্ট ও প্যান্ট। ছবিটি পোস্ট করে ক্যাপশনে সালমান লিখেছেন, ‘চাঁদ মোবারক।’