ঈদের মাসে রেমিট্যান্স কমল ১৭ শতাংশ

0

ঈদের মাস এপ্রিলে দেশে প্রবাসী আয় আগের মাসের চেয়ে কম এসেছে প্রায় ১৭ শতাংশ বা ৩৩ লাখ ডলার। গত এপ্রিল মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার। অথচ আগের মাস মার্চে দেশে এসেছিল ২০১ কোটি ডলারের প্রবাসী আয়। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসে বৈধ পথে ২০১ কোটি ৭৭ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা ফেব্রুয়ারির চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার। সেটি আবার জানুয়ারির তুলনায় ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা প্রায় ২০ শতাংশ কম ছিল। জানুয়ারিতে প্রায় ১৯৬ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে ব্যাংকগুলো এখন সর্বোচ্চ প্রতি ডলার ১০৮ টাকা দরে প্রবাসী আয় কিনতে পারছে। প্রবাসী আয়ের ডলারের এই দর ৩০ এপ্রিল পর্যন্ত ছিল ১০৭ টাকা। 

অপরদিকে কার্ব মার্কেটে বা হুন্ডিতে ডলারের দাম প্রায় ১১০ টাকা। ডলারে ব্যাংকগুলো এর চেয়ে বেশি টাকা দিলে বাংলাদেশ ব্যাংকের শাস্তির মুখে পড়তে হচ্ছে। এই কারণে ব্যাংকগুলো বেশি দাম দিয়ে আয় আনতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here