এবার যেহেতু ঈদে আমার সিনেমা জ্বীন মুক্তি পাচ্ছে তাই ঈদের দিন সিনেমা হল ভিজিটের ইচ্ছা রয়েছে। আর ঈদের দিন সকালের শুরুটা হবে সেমাই দিয়ে। আমি যেহেতু রান্নাবান্না করতে পছন্দ করি, তাই নিজেই টুকটাক এগুলো রান্না করি ঈদের দিন। এর বাইরে পরিবার নিয়ে ঈদের দিন ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আর ঈদের দিন বিকালে বন্ধুদের নিয়ে বাসায় ঈদের আড্ডা হবে। এভাবেই আমার এবারের ঈদ কাটবে। তবে সিনেমার জন্য বিশেষ করে এবার ঈদে হল ভিজিট করা হবে।
-পূজা চেরি