আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে, ঈদের দিন সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি টানা সব জায়গায় নাও হতে পারে। থেমে থেমে কোথাও কোথাও হতে পারে। এই বৃষ্টির ফলে সারাদেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে।
শুক্রবার আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এমনটাই জানিয়েছেন। একই সঙ্গে ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে একই বার্তা দিয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রাজধানীতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি; আর ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস রয়েছে। কোথাও তাপপ্রবাহ বিরাজ করলেও বৃষ্টির পর গরম কমতে পারে।
আজ বিকেল সোয়া ৫টার দিকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবার দেশে একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে কালবৈশাখী ও বৃষ্টি।