এবার ঈদের দিনেও মাগুরায় ক্রিকেট খেললেন সাকিব আল হাসান। সেই ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক।
ফেসবুকে সাকিব লিখেছেন ‘কখনো নিজের শেকড় ভুলে যেও না।’
মাগুরা শহরের নোমানী ময়দানে বাবা মাশরুর রেজার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছে জানান তিনি।
নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে পড়েন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে দেখা যায় সাদা পাঞ্জাবি পরে টেপ টেনিস বলে ব্যাট করছেন সাকিব। এর আগে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বেড়াতে দেখা যায় ক্রিকেটের এই ক্রিকেট তারকাকে।