দেশঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ২৯৯ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতিBy AmarNews.com.bd - July 8, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL ঈদুল আজহার ছুটিতে সড়ক দুর্ঘটনায় ২৯৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫৪৪ জন। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।