ঈদের আগে ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ডলার

0

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেড়েছে প্রবাসী আয় (রেমিট্যান্স)। চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (১৯ হাজার ৪৯৩ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা) পাঠিয়েছেন। রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের দুই মাস এপ্রিল ও মে মাসের প্রবাসী আয়ের চেয়ে বেশি।

গত এপ্রিল ও মে মাসে প্রবাসী আয় কমে যাওয়ার পর চলতি জুন মাসে আবার ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এপ্রিল ও মে মাসে প্রবাসীরা যথাক্রমে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ও ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন। 

একই সময়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে আসে ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here