ঈদুল আজহায় ইয়াশ-মালাইকার ‘ক্ষতিপূরণ’

0

পরিচালক মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘ক্ষতিপূরণ’ নাটকে প্রথমবারের মত জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী।

এবারের কোরবানির ঈদের সময়ে প্রচার হবে নাটকটি। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ‘ক্ষতিপূরণের’ চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, ঈদুল আজহায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে ক্ষতিপূরণ।

নাটকের গল্প নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। ক্ষতিপূরণে সেই বার্তাই তুলে ধরা হয়েছে।”

নাটকে রোহান ও মালাইকা ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে।

ক্ষতিপূরণে একটি গানও রেখেছের পরিচালক রাজ। গানটি গাওয়ার পাশাপাশি সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

গত বছর এই নির্মাতারই ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here