ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মতবিনিময় সভা

0

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরা এবং যানজট নিরসন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান (গ্রেড-১) মো: ইয়াসীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো: নাজমুল করিম খান। 

মতবিনিময় সভায় বিআরটিএ চেয়ারম্যান মো: ইয়াসীন বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে। 

সভায় জিএমপি কমিশনার ড. মো: নাজমুল করিম খান বলেন, ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশ টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করাসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে। 

মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রীদের নিরাপত্তা, যানজট নিরসন এবং সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here