ইহুদি-বিদ্বেষের প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে যোগ দিয়েছেন সাবেক প্রেসিডেন্টরাও। ছিলেন বহু আইনসভার সদস্য। বামপন্থিরা অবশ্য মিছিলে অংশ নেননি।
রবিবার প্যারিসের রাস্তায় কয়েক হাজার মানুষ এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর ইহুদি-বিদ্বেষ বাড়ছে এই অভিযোগে এই মিছিলের আয়োজন করা হয়। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ মিছিলে অংশ না নিলেও প্রতিবাদ আয়োজনের প্রতি তার সমর্থন জানিয়েছেন। তবে সাবেক দুই প্রেসিডেন্ট এদিনের মিছিলে যোগ দিয়েছিলেন।
অতি দক্ষিণপন্থী ন্যাশনাল রেলির প্রধান মেরিন লে পেন-ও এদিনের মিছিলে যোগ দিয়েছিলেন। ফরাসি রাজনীতির প্রেক্ষাপটে যা অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা। মেরিনের বাবা অতি দক্ষিণপন্থি দলের প্রতিষ্ঠাতা। হলোকাস্ট হয়নি, এমনটাই মনে করেন তিনি। যার জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছে। সেই দল এদিনের মিছিলে যোগ দেওয়ায় রীতিমতো সাড়া পড়ে যায়। একটি বামপন্থি সংগঠন মেরিনকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ তাদের আটক করে।
তবে অতি বামপন্থী দলগুলো এদিনের মিছিল বয়কট করেছিল। তাদের বক্তব্য, প্রতিশোধের নামে গাজায় গণহত্যা চলছে। তা নিয়ে মিছিলে একটি শব্দও ব্যয় করা হয়নি। সে কারণেই তারা এই মিছিল বয়কট করছেন বলে জানিয়েছেন বাম নেতারা। সূত্র: রয়টার্স, এএফপি, ডয়েচে ভেলে