ইসি সিদ্ধান্ত নিলে সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল : আনোয়ারুল ইসলাম

0

নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে দেশী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হবে। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তো বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।  

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এ সব কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম।

নিবন্ধনের গণবিজ্ঞপ্তির বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি বলেন, রিট হয়েছে। আদালত থেকে রুলের আদেশ এখনো আসেনি। আসলে সেটা দেখার পর বলতে পারব, সুনির্দিষ্টভাবে আদেশ না দেখে বলা যাবে না। নিবন্ধন দলগুলো যদি চায়, শর্ত পূরণ হলে দেবে। যদি না চায় তাহলে তো লাগবে না। 

তিনি বলেন, আগামী সপ্তাহে রায়ের কপি হয়তো পাব, তখন বলতে পারব।

এই নির্বাচন কমিশনার বলেন, আমরা একটা খসড়া দাঁড় করেছি পর্যবেক্ষকদের জন্য। কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তো বাতিল হবে। আমরা বিদ্যমান নীতিমালা ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে এগুচ্ছি। 

তিনি বলেন, ভোটকেন্দ্র নীতিমালা নিয়েও কথা বলেছি। একটা খসড়া দাঁড় করাতে চাচ্ছি। সীমানা নির্ধারণ নিয়ে এখনো কোনো আপডেট নেই বলে জানান তিনি। 

তিনি বলেন, নির্বাচন বিষয়ে অনেকেই তো বিতর্কিত। নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন নিঃসন্দেহে বিতর্কিত। ভবিষ্যতে যাতে বিতর্কের সৃষ্টি না হয়, অসচ্ছতা যেন না হয়, সেজন্য আমরা সর্বোত্তভাবে প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ বিতর্কের সৃষ্টি হবে না।

তিনি বলেন, যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছেন, তাদের তো চাকরি চলে গেছে। শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রতিরোধমূলক ব্যবস্থা হোক, সরকারও নিচ্ছে কমিশনও নিচ্ছে। ভবিষ্যতে হবে না এমনটাই মনে করি। সুনির্দিষ্ট পদ পদবির বিষয় না। একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন এবং নজিরবিহীন সুন্দর নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here