ইসায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় চার সিরীয় সেনা নিহত

0

রাতের আঁধারে সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার সিরীয় সেনা নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছে আরও চারজন। হামলায় দামেস্কে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।

স্থানীয় সময় সোমবার ভোর রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা।

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে এবং কয়েকটিকে গুলি করে ভূপাতিত করে বলেও ওই সামরিক সূত্র দাবি করে।

অবশ্য কোনও নির্দিষ্ট ব্যক্তি বা অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। সূত্র: রয়টার্স, আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here