৭ অক্টোবর থেকে কার্যত যুদ্ধাবস্থা বিরাজ করছে ফিলিস্তিনের গাজা উপত্যাকায়। ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামাসের হঠাৎ হামলার পর থেকেই উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। গাজায় একের পর এক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
হামাসের বিরুদ্ধে যুদ্ধকে বাঁচা মরার লড়াই বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর জবাবে ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তার দাবি, ইরান এখানে ছায়াযুদ্ধে নামতে পারে এবং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে পারে।
সূত্র: বিবিসি